ফেনী
বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৪৮
, ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনাম:

নিজাম হাজারী এমপির নির্বাচনী প্রচারনা শুরু

শহর প্রতিনিধিঃ ফেনীতে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচারনা শুরু করেছে ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।রবিবার বিকালে শহরের ট্রাংক রোডের প্রেসক্লাব চত্বর থেকে এ প্রচারনা শুরু করা হয়।এসময় ব্যবসায়ী-পথচারীদের হাতে বর্তমান সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ডের প্রচারপত্র বিতরণ করেন এমপি ও দলীয় নেতাকর্মীরা। পরে শহরের বড় বাজারের বিভিন্ন সড়কে ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে লিপলেট বিতরণ করে বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নৌকায় ভোট চান তিনি।

44024076_342735769830967_8417368879130476544_n

গণসংযোগকালে সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জাহান আরা বেগম সুরমা, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আকরামুজ্জমান, হাফেজ আহম্মদ, পৌর সভাপতি আইনুল কবীর শামীম, সাধারণ সম্পাদক আবদুল করিম, ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ফেনী পৌরসভার প্যানেল মেয়র ও জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম স্বপন মিয়াজী, সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন ফিরোজ,শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারীসহ জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মী্রা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!