সোনাগাজীর মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফীকে পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন আসামি মহিউদ্দিন শাকিল। মঙ্গলবার ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. জাকির হোসাইনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন শাকিল।
স্বীকারোক্তিতে শাকিল বলেছেন, ওই দিন আলিম পরীক্ষা শুরুর আগে সকাল সাড়ে নয়টার দিকে শামীম ও সে সাইক্লোন শেল্টারের নিচে পাহারায় ছিলেন। এ সময় নুসরাতকে অপর এক ছাত্রী ডেকে সাইক্লোন শেল্টারের ওপরে নিয়ে যান। কিছুক্ষণ পর বোরকা পরা তিনজনকে দ্রুত নিচে নেমে যেতে দেখেন। ওই ঘটনার পর তিনি ও শামীম পরীক্ষার হলে চলে যান বলে আদালকে জানিয়েছে।
এছাড়া মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলার মুক্তির দাবিতে গত ২৮ মার্চ মানববন্ধন ও ৩০ মার্চ মুক্তির দাবিতে মিছিলে অংশ নেন মহিউদ্দিন শাকিল।