ফেনী
মঙ্গলবার, ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৩৮
, ৭ই শাবান, ১৪৪৭ হিজরি

নুসরাত হত্যার পরিকল্পনাকারী শাকিলকে খুঁজছে পিবিআই

ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যার অন্যতম পরিকল্পনাকারী মহি উদ্দিন শাকিলকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আলোচিত এই মামলার পলাতক আসামী শাকিল ধরা ছোয়ার বাহিরে থাকায় অভিযান শেষ হচ্ছে না বলে জানিয়েছেন পিবিআই তদন্ত সংশ্লিষ্ট সূত্র।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন, রাফি হত্যাকান্ডের ঘটনায় ৮ এপ্রিল ফেনী সোনাগাজী মডেল থানায় ৮ জনের নাম উল্লেখ করে মুখোশধারীদের অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করলেও পুলিশের ভূমিকা প্রশ্নবোধক হওয়ায় ১০ এপ্রিল মামলার তদন্তের দায়ভার পিবিআই’র নিকট হস্তান্তর করা হয়। পিবিআই দায়িত্ব নেয়ার ৪০ ঘন্টার ব্যবধানে আসামী নুর উদ্দিন ও শাহাদাত হোসেন শামীমসহ হত্যায় জড়িতদের ক্রমান্বয়ে গ্রেফতার করে। এর মধ্যে অন্যতম পরিকল্পনাকারী শাকিল পলাতক থাকায় তাকে হন্যহয়ে খুঁজছে পিবিআই। ১৪ এপ্রিল আদালতে আসামী নুর উদ্দিন ও শাহাদাত হোসেন শামিম স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে রাফি হত্যাকান্ডের সময় মাদ্রাসার গেইট পাহারা ও হত্যার পরিকল্পনায় শাকিল অংশ নিয়েছে বলে জানিয়েছেন তারা।

গত ২৭ মার্চ অধ্যক্ষ সিরাজ উদদৌলা নিজ কক্ষে ডেকে নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানির চেষ্টা চালায়। এ ঘটনায় রাফির পরিবার সিরাজকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় সিরাজ কারাগারে থাকাকালীন তার অনুসারীরা মামলা তুলে নিতে রাফির পরিবারকে হুমকি দেন।

৬ এপ্রিল সকালে মাদ্রাসার ছাদে ঢেকে নিয়ে রাফির গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় মুখোশধারীরা। টানা পাঁচ দিন মৃত্যুর সাথে পাঞ্জালড়ে ১০ এপ্রিল বুধবার রাত নয়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান অগ্নিদগ্ধ নুসরাত জাহান রাফি।
এ মামলায় এজাহারভুক্ত ৮ আসামীসহ মোট ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ১৮ জনের বিভিন্ন মেয়াদে রিমান্ড হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের মধ্যে নুর উদ্দিন, শাহাদাত হোসেন শামীম, আবদুর রহিম শরিফ, হাফেজ আবদুল কাদের, উম্মে সুলতানা পপি, কামরুন্নাহার মনি, জাবেদ হোসেন ও জোবায়ের আহাম্মদ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছেন। তাঁরা ৮ জনই রাফি হত্যাকান্ডে সরাসরি সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে চঞ্চল্যকর তথ্য প্রদান করেছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!