ফেনী
শুক্রবার, ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৩:০২
, ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:

ইঞ্জি. জানে আলম ভূঁইয়া পারভেজ বর্ষসেরা রোটারী প্রেসিডেন্ট নির্বাচিত

শহর প্রতিনিধি: রোটারিয়ান ইঞ্জিনিয়ার জানে আলম ভূঁইয়া পারভেজ রোটারী আন্তর্জাতিক জেলা-৩২৮২ তে ২০১৭-১৮ রোটাবর্ষের জন্য বর্ষ সেরা প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। রোটারী আন্তর্জাতিক জেলা ৩২৮২- বাংলাদেশ কর্তৃক ৩০ জুন ২০১৮ তারিখে চট্টগ্রাম হল টুয়েন্টিফোর এ আয়োজিত ডিস্ট্রিক্ট এওয়ার্ড সিরমনিতে জেলা গভর্ণর রোটারিয়ান প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী এ ঘোষণা দেন। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের হাত থেকে তিনি সেরা ডেপুটি গভর্ণরের এ সম্মাননা গ্রহন করেন।

উল্লেখ্য যে, রোটা. ইঞ্জিনিয়ার জানে আলম ভূঁইয়া পারভেজ এর নেতৃত্বে ২০১৭-১৮ রোটা বর্ষে রোটারী ক্লাব ফেনী সিটি  সমাজ সেবায় ডিষ্ট্রিক্ট এ ১৪০টি ক্লাবের মধ্যে ২য় সেরা ক্লাব নির্বাচিত হয়েছে। এছাড়াও রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী সিটিকে স্পন্সর করার জন্য ইয়ুথ সার্ভিস এ্যাওয়ার্ড, প্রেসিডেন্ট হিসেবে ইঞ্জিনিয়ার জানে আলম ভূঁইয়া পারভেজ টপ ক্লাস প্রেসিডেন্ট এ্যাওয়ার্ড, কোয়ালিফাইড গভর্ণরস্ এ্যাওয়ার্ড, ক্লাব পারটিসিপেশন এ্যাওয়ার্ড, সঠিক সময়ে ডিউজ প্রদানের জন্য গভর্ণরের পক্ষ থেকে আর.আই ডিউজ ও ডিষ্ট্রিক্ট ডিউজ এ্যাওয়ার্ড সহ সর্বমোট ৭টি এ্যাওয়ার্ড অর্জন করেছে।
রোটারিয়ান ইঞ্জিনিয়ার জানে আলম ভূঁইয়া পারভেজ ২০১৭-২০১৮ রোটা বর্ষে সফলতার সহিত রোটারী ক্লাব অব ফেনী সিটির দায়িত্ব পালন করেন এবং ২০১৮-১৯ রোটা বর্ষের ডিস্ট্রিক্ট ইডিটোরিয়াল টীমের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। রোটারিয়ান পারভেজ একজন সফল সংগঠক, একজন সফল ব্যবসায়ী। তিনি ফেনীর ঐতিহ্যবাহী এস.এস.কে রোডস্থ ভূঁইয়া বিল্ডার্স এর স্বত্বাধিকারী। রোটারী তার এ সফলতায় রোটারী ক্লাব অব ফেনী সিটির সকল সদস্যও রোটারেক্ট ক্লাব অব ফেনী সিটির চার্টার প্রেসিডেন্ট মু. শহীদ পাটোয়ারীসহ ক্লাবের সকল সদস্য অভিনন্দন জানিয়েছেন এবং জীবনের সর্বক্ষেত্রে তার সফলতা কামনা করেছেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!