সদর প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুকুরে ডুবে সোমবার বিকালে সামছুদ্দিন সুজন (২০) নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে।তার বাড়ি ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের সুন্দরপুর এলাকা। সে বেতাগাও প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ডা: সবুজের ছেলে।দুই ভাইয়ের মধ্যে সবুজ বড়।
জানা গেছে, বিকাল ৩টার দিকে বিশ্ববিদ্যালয় পুকুরে গোসল করতে যায় সুজন। এরপর থেকে তার সহপাঠীরা তার কোন সন্ধান না পেয়ে খোজাখুঁজি করে। পরে তারা সুজন গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে গেছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানায়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি মাইজদী ফায়ার সার্ভিসের সদস্যদের অবগত করলে তারা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় পুকুরের মধ্যে জাল ফেলে সুজনের লাশ উদ্ধার করে। নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। সে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিল।