ফেনী
বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৩৩
, ৯ই শাবান, ১৪৪৭ হিজরি

চিটাগাং ইউনিভার্সিটি এক্স-স্টুডেন্স ক্লাবফেনীকে পৌরসভার কক্ষ বরাদ্দ

শহর প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন চিটাগাং ইউনিভার্সিটি এক্স-স্টুডেন্স ক্লাব ফেনীকে পৌর লিবার্টি মার্কেটে কক্ষ বরাদ্দ দিয়েছে ফেনী পৌরসভা। মঙ্গলবার বিকালে ফেনী পৌরসভা মেয়র হাজি আলাউদ্দিন উপস্থিত থেকে ভাড়ার ভিত্তিতে মার্কেটের তৃতীয়তলায় কক্ষের চাবি ক্লাবের সাধারণ সম্পাদক মনসুর উদ্দিন খানকে বুঝিয়ে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ক্লাব সদস্য শাহ আলম বকুল, শুকদেব নাথ তপন, মমিনুল হক, সমছুউদৌলা, মো. নুরুল আজিম ভঞা, হারুন উর রশীদ, মো. জহির উদ্দিন, আরিফুল আমীন রিজভী প্রমূখ।
উপস্থিত সবার উদ্দেশ্যে পৌর মেয়র বলেন, ফেনী সদর আসনের মাননীয় সাংসদ নিজাম উদ্দিন হাজারীর প্রতিশ্রুত কক্ষটি ক্লাব প্রতিনিধি বরাবর বরাদ্দ দেয়া হয়েছে। মেয়র হাজি আলাউদ্দিন ক্লাবের জন্য একটি এয়ার কন্ডিশন প্রদানের ঘোষণা দেন।
এর আগে গত ২৯ মার্চ চিটাগাং ইউনিভার্সিটি এক্স-স্টুডেন্টস ক্লাব ফেনীর মিলমেলায় ফেনী সদর আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারীর ক্লাব সদস্যদের দাপ্তরিক কাজের জন্য পৌর লিবার্টি মার্কেটে কক্ষ বরাদ্দের ঘোষণা দিয়েছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!