ফেনী
শুক্রবার, ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ২:২১
, ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:

ফতেহপুর ফোর লেন রেলওয়ে ওভারপাস চালু

শহর প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী ফতেপুরের ফোর লেন রেলওয়ে ওভারপাস মঙ্গলবার বিকেলে যান চলাচলের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার বিকেল ৪টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ওভারপাসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।এ উপলক্ষে ফেনী জেলা প্রশাসকের সভাকক্ষে সুধি সমাবেশের আয়োজন করা হয়।

এ সময় ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাহান আরা বেগম সুরমা, জেলা প্রশাসক মো.ওয়াহিদুজজামান, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার-ইন চিফ মেজর জেনারেল সিদ্দিকুর রহমান সরকার, পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবময় দেওয়ান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিকেএম এনামুল করিম,জেলা আওয়ামীলীগ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম,ফেনী পৌর মেয়র হাজী আলাউদ্দিন,
পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার,ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার সোহেল,
ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম মজুমদার, সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেডএম কামরুল আনাম,নির্মাণ প্রতিষ্ঠান আল আমিন কনস্ট্রাকশনের চেয়ারম্যান কবির আহমদসহ প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জানা যায়,সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার ব্রিগেডের অধীনে ২০ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন এই ওভারপাসের নির্মাণ কাজ শেষ করেন। এর আগে এক এক করে ৩ বেসামরিক ঠিকাদার নির্মাণকাজটি নিয়ে শেষ না করে আংশিক কাজ করে ফেলে চলে যায়। পরবর্তীতে নির্মাণ কাজ শেষ করার দায়িত্ব সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। ৮৬ দশমিক ৭৯ মিটার দৈর্ঘ্যরে ফ্লাইওভারের ঢাকা অভিমুখী ৩৪৭ মিটার ও চট্টগ্রাম অভিমুখী ৪০৮ মিটার দৈর্ঘ্যরে এপ্রোচ রোড রয়েছে। যার সর্বমোট ব্যয় হয়েছে ৬৮ কোটি টাকা।

ওভারপাসটি উদ্বোধনের ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে যানজট থাকবে না বলে আশা করছেন সংশ্লিষ্ট প্রশাসন ও পরিবহন মালিকগণ।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!