সদর প্রতিনিধি: ফেনী সদর উপজেলার ফরহাদ নগরে মাদ্রাসা পড়ুয়া শিশুকে ধর্ষণ চেষ্টা চালিয়েছে বিএনপি কর্মী আবুল কাশেম (৭৫)। এসময় বিষয়টি টের পেয়ে স্থানীয়রা এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে অভিযুক্ত কাশেমকে পুলিশে দিলেন।বৃহস্পতিবার দুপুর বারটার দিকে ইউনিয়নের তালতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শিশুটির পিতা বাবুল বাদী হয়ে কাশেমকে আসামী করে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন।সে ওই গ্রামের হাবিলদার কাশেমের বাড়ির মৃত ইব্রাহীমের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্র জানায়, ওই সময় তালতলাস্থ পেয়ারা বেগম হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা ছুটি হলে মাদরাসার প্রথম শ্রেণীর ছাত্রী ফারিয়া আক্তার (ছদ্মনাম) বাড়ি যাওয়ার পথে তাকে জোরপূর্বক তুলে পার্শ্ববর্তী ধানক্ষেতে নিয়ে ধর্ষণ চেষ্টা চালায় স্থানীয় বিএনপি কর্মী আবুল কাশেম।তখন শিশুটির শোরচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে লম্পট কাশেমের কাছ থেকে তাকে উদ্ধার করে।পরে মারধর করে পুলিশে সোপর্দ করেন।
এ ঘটনায় তার বিরুদ্বে ফেনী মডেল থানায় মামলা দায়ের করা হয় বলে জানান থানার ওসি (তদন্ত) শহীদুল ইসলাম।