সদর প্রতিনিধিঃ সদর উপজেলার লেমুয়ায় অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে ফেনী কল্যান ট্রাস্ট ইতালী।সোমবার বিকালে শেখ মুজিবল হক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন।
বীর মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিনের সভাপতিত্বে ও আবুল বাশারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী কল্যান ট্রাস্ট ইতালীর শাখার সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য জহিরুল ইসলাম শাহিন, সাবেক ইউপি সদস্য ইয়াছিন রিপন। এসময় বিপুল সংখ্যাক এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এতে লেমুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত শতাধিক গরীব অসহায় ও দুঃস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।



