ফেনী পৌর এলাকায় যানজট নিরসনে রিক্সা,সিএনজি ও গ্রীন টাউন সার্ভিস মালিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র হাজী আলাউদ্দিন। ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর সভাপতিত্বে ও পৌর সচিব খান মোহাম্মদ ফারাভীর সঞ্চালনায় এসময় কাউন্সিলর মাহতাব উদ্দিন মুন্না,স্যানেটারী ইন্সপেক্টর ডাঃ কৃষ্ণ পদ শাহা,শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারবেজুল ইসলাম হাজারি,মালিক-শ্রমিকের সভাপতি জালাল আহম্মদ হাজারী,রিক্সা মালিক সমিতির সভাপতি আবুল হাসেম, সাধারণ সম্পাদক মোঃ নয়ন,সিএনজি মালিক সমিতির সভাপতি মোহম্মদ হানিফ,টাউন সার্ভিস মালিক সমিতির সভাপতি মোঃ আলাউদ্দিন, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন,রিক্সা উপজেলা মালিক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক নিশান দওসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



