শহর প্রতিনিধি: প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের ছবি বিকৃতির প্রতিবাদ জানিয়েছেন ফেনী পৌরসভা মেয়র হাজী আলাউদ্দিন। তিনি শনিবার বিকেলে ফেনী পৌরসভার সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে এঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।
এ সময় মেয়র বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ফেনীর আওয়ামী পরিবারের অভিভাবক। আমরা ফেনী পৌরসভার উদ্যোগে ফেনী পৌরসভার সামনের দেয়ালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আলাউদ্দিন নাসিম, ফেনী-২ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী ও আমার (মেয়র) ম্যুরাল স্থাপন করি। কিন্তু গত ২৯ নভেম্বর ষড়যন্ত্রকারীরা নাসিম ভাইয়ের ম্যুরালটি চুন মেখে বিনষ্টের চেষ্টা করে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারও চালানো হয়। আমরা পৌরসভার পক্ষ থেকে এটি পরিষ্কার করি ও ফেনী মডেল থানায় গত ৭ ডিসেম্বর সাধারণ ডায়েরী করি। এসব করে একটি পক্ষ ফেনীর সুন্দর পরিবেশ নষ্ট করতে চায় বলেও তিনি দাবি করেন।
এ সময় উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ জাহান আরা বেগম সুরমা, জেলা আওয়ামীলীগ সভাপতি আবদুর রহমান বিকম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খায়রুল বাশার মজুমদার তপন, পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, সোনাগাজী পৌর মেয়র রফিকুল ইসলাম খোকন, পরশুরাম পৌর মেয়র নিজাম উদ্দিন চৌধুরী সাজেল প্রমূখ।