ফেনী সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে তৃতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বি.কম।রবিবার রাতে তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পিকেএম এনামুল করিম। ভোটের হিসাবে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী আবদুর রহমান বি.কম নৌকা প্রতীকে ৪১ হাজার ৭শ ৬২ ভোট পেয়েছেন। প্রতিদ্বন্ধী প্রার্থী এম আজহারুল হক আরজু আনারস প্রতীকে ৫ হাজার ২শ ৫০ ভোট পেয়েছেন। এর আগে ইভিএম পদ্ধতিতে ওইদিন সকাল আটটা থেকে শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।