ফেনী
বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৫৮
, ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনাম:

রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী সিটির বৃক্ষরোপন

শহর প্রতিনিধি: ‘দেশের বায়ু, দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক সেবা সংগঠন রোটারী আন্তর্জাতিক জেলা ৩২৮২ এর অন্যতম রোটারী ক্লাব অব ফেনী সিটির যুব সংগঠন রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী সিটির নিয়মিত প্রোগ্রাম বৃক্ষরোপন কর্মসূচী অক্সিজেন ২০১৮ সম্পন্ন হয়েছে। শনিবার বেলা ১১টার সময় ফেনী পৌরসভার ১৪নং ওয়ার্ডে অবস্থিত মধুপুর আইডিয়াল হাই স্কুলে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে রোটারী ক্লাব অব ফেনী সিটির সদ্য প্রাক্তন সভাপতি ইঞ্জিনিয়ার জানে আলম ভূঁইয়া পারভেজ, সহ-সভাপতি ও রোটার‌্যাক্ট ক্লাব এডভাইজর জহির উদ্দিন ভূঁইয়া, সেক্রেটারী মোহাম্মদ আবু নাছির, কোষাধ্যক্ষ মোশারফ হোসেন সুমন, পরিচালক শাহ কামরুজ্জামান, সার্জেন্ট এ্যাট আর্মস সলিম উল্যাহ, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি মো. গিয়াস উদ্দিন, সদস্য দিদারুল আলম, রসূল আমীন, প্রধান শিক্ষক বিজয় কান্তি মজুমদার, সহকারী শিক্ষক আবুল হাশেম সোহেল উপস্থিত ছিলেন।

45320328_185049712374118_8509322647174119424_n

এ সময় রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী সিটির চার্টার প্রেসিডেন্ট মু. শহীদুল ইসলাম পাটোয়ারী, রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী অপরূপার প্রেসিডেন্ট জামাল উদ্দিন সাবিদ, রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী সিটির চার্টার সেক্রেটারী মাঈন উদ্দিন পাটোয়ারী, কোষাধ্যক্ষ মোহাম্মদ পারভেজ, সমাজ সেবা পরিচালক নুর হোসেন নসিব, অর্থ-সেবা পরিচালক আবদুল আজিজ শাকিল, জয়েন্ট ইডিটর কামরুল ইসলাম, ফেনীর কথা ডটকমের কাতার প্রতিনিধি তৌহিদুল ইসলামসহ রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী সিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত প্রোগ্রামের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন পেশা উন্নয়ন পরিচালক আবু বকর সিদ্দিক ডালিম।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!