শহর প্রতিনিধি:ফেনীতে অনলাইন গার্লস বিউটি এন্ড শপিং সেন্টার’র দিনব্যাপী দ্বিতীয় গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে।রবিবার সকালে শহরের কলাবাগানস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সুত্র জানায়,রবিবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উম্মুক্ত ছিল আয়োজনটি।

এছাড়া ফেনীতে যারা অনলাইন এর মাধ্যমে বিভিন্ন ছোট-বড় ব্যবসার সাথে সম্পৃক্ত তাদের নিয়েই এটি করা হয়েছে। মুলত সৃজনশীল ও নতুন উদ্যোক্তাদের উপস্থাপন করার জন্য অলাভজনক প্রদর্শনীর আয়োজন করা হয় বলে এ প্রতিবেদককে জানান আয়োজক কমিটি।ফেনী সরকারি কলেজের ইংরেজি বিভাগের ফাইনাল বর্ষের ছাত্রী ও অনুষ্ঠান আয়োজক কমিটির প্রধান শাহিনুর রুম্পা জানান,স্কুল-কলেজ পড়ুয়া মেয়েদের স্বাবলম্বী করার চেষ্টার অংশ হিসেবে অনলাইন ব্যবসার উদ্যোগ গ্রহণ করে কাজ করে আসছি।বিশেষ করে যারা হ্যান্ডমেইড পন্য,জুয়েলারী সামগ্রী,ড্রেস,কসমেটিকস,থ্রিডি হিজাব,হোম ডেকোর,শোপিসসহ বিভিন্ন সৃজনশীল ব্যবসার সাথে সম্পৃক্ত তাদের নিয়েই এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বলে তিনি জানান।
প্রদর্শনীতে অংশ নেয়া অরনেটের স্বত্বাধিকারী তামান্না নুসরাত জানান,অনেকেই অনলাইন ব্যবসাকে প্রতারনা মনে করেন।কিন্ত আমরা সে ভুল ভাঙ্গিয়ে সৃজনশীল কাজের মাধ্যমে মানুষের সাথে পরিচিত হয়ে ভাল লাগে।এছাড়া আমি চারুকলার ছাত্রী হিসেবে অনলাইন ব্যবসাটি শখের বসেই করছি।এখন এটি আমার পেশা ও নেশায় পরিণত হয়েছে।আগামীদিনেও এটি অব্যাহত রাখার জন্য আয়োজকদের প্রতি তিনি আহবান জানান।অনুষ্ঠানটির ইভেন্ট ম্যানেজমেন্ট’র দায়িত্ব পালন করেন ঘাস ফড়িং।