ফেনী
রবিবার, ২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৩১
, ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:

ফেনীতে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, দুই যুবক গ্রেফতার

সদর প্রতিনিধি-ফেনীতে  জসিম উদ্দিন (৩০) নামে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করেছে  র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার রাতে সদর উপজেলার  কাজিরবাগ মুজিব ব্রিকস্ ফিল্ডের পিছন থেকে এ ব্যবসায়ীকে উদ্ধার
করা হয়।এসময় ঘটনায় জড়িত তাসিফ উদ্দিন পাপন (১৯) ও  নুরের নবী (১৮)কে গ্রেফতার করে র‍্যাব।

র‌্যাব সুত্র জানায়,১৬ জানুয়ারী  সকালে চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার দলইনগর গ্রামের অপহৃত ব্যবসায়ী মো. জসিম উদ্দিনের স্ত্রী আয়েশা আক্তার তার স্বামীকে এক চক্রটি কর্তৃক  অপহরণের বিষয়ে র‍্যাব-৭ এর নিকট  লিখিত অভিযোগ দায়ের করেন।
এতে তিনি উল্লেখ করেন যে, অপহরণকারী চক্রের ফোরকান উদ্দিন ব্যবসায়ী জসিম উদ্দিনের  মোবাইল ফোনের মাধ্যমে  ৪ লাখ টাকা মুক্তিপণ দাবী করে হত্যার হুমকি দেয়। বিষয়টি তারা র‌্যাবকে জানালে ওই দিন রাতে ফেনী সদরের  কাজিরবাগ মুজিব ব্রিকস্ ফিল্ডের পিছনে অভিযান চালায় র‌্যাব। এসময় ব্যবসায়ী জসিম উদ্দিনকে উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত তাসিফ উদ্দিন পাপন ও নুরের নবীকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত  পাপন ফেনী সদর উপজেলার পশ্চিম সোনাপুর গ্রামের আবু তাহেরের ছেলে ও নবী একই গ্রামের মনির আহাম্মদের ছেলে।
র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের  স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম ঘটনার সত্যতা স্বীকার করে জানান,আসামিদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!