ফেনী
মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১:৪০
, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ফেনীতে অর্ধকোটি টাকার ইয়াবাসহ বাস জব্দ,আটক-১

ফেনীতে অর্ধকোটি টাকার ইয়াবাসহ শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী এসি বাস জব্দ করেছে র‌্যাব।এসময় এক মাদক কারবারীকে আটক করা হয়। বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল ফ্লাইওভারের নীচ থেকে বাসটি জব্দ করা হয়।আটককৃত জহুরুল হক (৫০)যশোর জেলার ঝিকরগাছা উপজেলার জাফর নগর গ্রামের মৃত ওহেদ আলীর ছেলে। ফেনীস্থ র‌্যাব-৭’র কোম্পানী অধিনায়ক মোঃ নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান,গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে ঢাকাগামী বাসটি ফ্লাইওভারের উঠার আগেই একটি চেকপোষ্ট বসিয়ে বাসটিকে থামানোর সংকেত দেয় র‍্যাবের একটি দল।ওই সময় চালক বাস না থামিয়ে ফ্লাইওভারের নীচ দিয়ে ঢাকার দিকে যাওয়ার পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে ওরিন জেনারেল ষ্টোরের সামনে থেকে আটক করা হয়। আটককৃত জহুরুলকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর তার স্বীকারোক্তি মতে বাসের স্টীয়ারিং এর নীচে লুকানো অবস্থায় একটি সাদা পলিথিনে ভিতর থেকে ৯হাজার ৮শত ৪০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ বাসটি জব্দ করা হয়।উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪৯ লক্ষ ২০ হাজার এবং জব্দকৃত বাসটির আনুমানিক মূল্য ৭০ লক্ষ টাকা।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!