নিজস্ব প্রতিনিধি: ফেনীতে বেসরকারী টিভি চ্যানেল এশিয়ান টিভির ৬ষ্ঠ বর্ষপূর্তি পালিত হয়েছে। শনিবার শহরের সালাম কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে আনন্দ র্যালী, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি, দৈনিক জনকণ্ঠ ও এনটিভি জেলা প্রতিনিধি ওসমান হারুন মাহমুদ দুলাল, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার শাহজালাল রতন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ও চ্যানেল নাইন, দৈনিক আলোকিত বাংলাদেশ ফেনী প্রতিনিধি জহিরুল হক মিলন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সদস্য ও দৈনিক নয়া পয়গাম সম্পাদক এনামুল হক পাটোয়ারী, দৈনিক আমাদের ফেনীর নির্বাহী সম্পাদক মোঃ তমিজ উদ্দিন, দাগনভুঞা উপজেলা মহিলা জাতীয় পার্টির সভাপতি ফারহানা আইরিন। এশিয়ান টিভির বিশেষ প্রতিনিধি জাফর সেলিমের সঞ্চালনায় ও জেলা প্রতিনিধি হাসনাত তুহিনের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দৈনিক স্টার লাইন বার্তা সম্পাদক নুর উল্লাহ কায়সার, দৈনিক সমকালের ফুলগাজী প্রতিনিধি জহিরুল ইসলাম জাহাঙ্গীর, ফেনীর কথা ডটকমের সম্পাদক ও দৈনিক স্টার লাইন স্টাফ রিপোর্টার মাইন উদ্দিন পাটোয়ারী, সাপ্তাহিক নির্ভীক বার্তা সম্পাদক নাসির উদ্দিন, দৈনিক নয়া পয়গাম ব্যাবস্থাপনা সম্পাদক সাদ্দাম হোসেন গণী, দৈনিক ভোরের সময়ের জেলা প্রতিনিধি ও এনজিও ফেয়ারের নির্বাহী পরিচালক কাজী নোমান, সাবেক ছাত্রনেতা ভিপি শাহ আলম, সাপ্তাহিক হকার্স শহর প্রতিনিধি দিদার মজুমদার, নাট্যকার এমরান শাহ আলম।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, চ্যানেল টুয়েন্টিফোর জেলা প্রতিনিধি দিলদার হোসেন স্বপন, আনন্দ টিভি জেলা প্রতিনিধি এম. জাফর, এসএ টিভি জেলা প্রতিনিধি মোঃ আহসান, দৈনিক প্রভাতি খবর জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, জাতীয় ছাত্র সমাজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক ছাত্রনেতা ওমর ফারুক, দৈনিক ডেসটিনি জেলা প্রতিনিধি মোঃ জসিম, দৈনিক আমাদের বার্তা জেলা প্রতিনিধি ফারুক সবুজ, সাপ্তাহিক নির্ভীক চীফ ফটোগ্রাফার দিদারুল আলম, ফেনী পৌরসভার উচ্চমান সহকারী আবু তাহের মিজান, সহকারী কর আদায়কারী আপেল মাহমুদ, দলিল লিখক সমিতির কর্মকর্তা শহিদুল ইসলাম ফরাজী ও ব্যাবসায়ী মোঃ নাসির উদ্দীন। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গ।
অনষ্ঠানে এশিয়ান টিভিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় ফেনী কলেজ ছাত্রীলীগের নেত্রী দোলার নেতৃত্বে বেশ কয়েকজন দলীয় কর্মী।