ফেনী
শুক্রবার, ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:১০
, ১০ই শাবান, ১৪৪৭ হিজরি

ফেনীতে এসএসসি ফলপ্রার্থী রত্না হত্যাকারীর বিচার দাবিতে মানববন্ধন

 

শহর প্রতিনিধি : ফেনী পৌর বালিকা বিদ্যানিকেতনের এসএসসি পরী্ক্ষার ফলপ্রার্থী শিরীন সুলতানা রত্না  (১৭) কে গলা কেটে হত্যাকারির সর্বোচ্চ বিচার দাবিতে মানববন্ধন করেছে স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মানববন্ধনে অংশ নেন প্রধান শিক্ষক আবুল কাশেম, সহকারি শিক্ষক ইসরাত জাহান, ফাতেমা খানম, মো: শাহজাহান, সোহেল নাজনীন, আমেনা সিদ্দিকা, ফখরুল ইসলাম, জিয়াউর রহমান প্রমূখ। এছাড়া বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এর আগে সকাল ১০টার দিকে বিদ্যালয়ে শোকসভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, রত্না হত্যাকারির সর্বোচ্চ শাস্তির দাবীতে রবিবার জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। এছাড়া বৃহস্পতিবার পর্যন্ত বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষাথীরা কালোব্যাজ ধারন করে শোক কর্মসূচী পালন করবে।
প্রসঙ্গত: গত বৃহস্পতিবার বিকালে ফেনী বালিকা বিদ্যানিকেতনের এসএসসি পরীক্ষার্থী শিরীন সুলতানা রত্না শহরের আনোয়ার উল্যাহ সড়কে গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!