সদর প্রতিনিধি-ফেনীতে তানজিনা আক্তার তপু (১৮) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ উঠেছে।সোমবার দুপুরে সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের তুরাব আলী ভূঞা বাড়িতে যৌতুক হিসেবে কোরবানীর গরু না দেয়ায় এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।
এদিকে গৃহবধূকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেফতারের দাবীতে মঙ্গলবার দুপুরে ফেনী-ছাগলনাইয়া সড়ক অবরোধ করে এলাকাবাসী ও গৃহবধূর স্বজনরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, প্রায় বছর খানেক আগে ধর্মপুর ইউনিয়নের তুরাব আলী ভূঞা বাড়ির তুরাব আলীর ছেলে প্রবাসী হুমায়ুন কবিরের সাথে কাজিরবাগ ইউনিয়নের মালিপুর ভুইয়া বাড়ির তানজিনার বিয়ে হয়।বিয়ের পর থেকে যৌতুকের জন্য চাপ দিতো স্বামী পক্ষের লোকজন। যৌতুক হিসাবে এবার কুরবানী ঈদের সময় একটি গরুও দাবী করে স্বামী পক্ষ। গৃহবধূ তানজিনার মা বিবি রাবেয়া গরুর পবিবর্তে নগদ ২৫ হাজার টাকা স্বামী পক্ষকে প্রদান করে।টাকা কম হয়েছে বিদায় ক্ষিপ্ত হয়ে যায় শশুর বাড়ির লোকজন। ঈদের দিন বার বার তানজিনাকে মানসিকভাবে নির্যাতন করতে থাকে। ঘটনাটি তানজিনা তার মাকে জানায়।
ঈদের দ্বিতীয় দিন সোমবার দুপুরে তানজিনাকে শ্বাস রোধ করে হত্যা করে বাড়ির সবাই পালিয়ে যায়।স্থানীয়রা ঘটনাটি ফেনী মডেল থানার পুলিশকে অবহিত করলে পরে পুলিশ তানজিনার লাশ উদ্ধার করে ফেনী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ ঘটনায় হুমায়ুন কবির (স্বামী),জিয়া উদ্দিন জিয়া (দেবর), তরব আলী (শশুর) হালিমা খাতুন (শাশুড়ি) ফিরোজা আক্তার (ননদ) ঝরিনা আক্তার (ননদ), ক্বারী আহমেদের (ননদের স্বামী) নাম উল্লেখ করে তানজিনার মা রাবেয়া আক্তার বাদি হয়ে ফেনী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।