ফেনীতে যথাযথ মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।বুধবার দিবাগত একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
এরপর জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার,ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী পুস্পস্তবক অর্পণ করেন।
এছাড়া ফেনী পৌরসভা,ফেনী রিপোর্টার্স ইউনিটি,
ফেনী প্রেসক্লাব,জেলা আওয়ামী লীগ,মহিলা আওয়ামী লীগ,জেলা যুবলীগ,যুব মহিলা লীগ ও ছাত্রলীগ
ফেনী বিশ্ববিদ্যালয়, জেলা আইনজীবী সমিতি, মুক্তিযোদ্ধা সংসদ, বিএমএ, শিল্পকলা একাডেমি,বিএনপি,জাতীয়পার্টি,বাসদ,মানবাধিকার কাউন্সিল ফেনী জেলা ছাত্র ইউনিট
রোটার্যাক্ট ক্লাব ফেনী সিটিসহ সামাজিক,সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।