জলবায়ু পরিবর্তন রোধের অংশ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে সারাদেশের মতো ফেনীতেও পালিত হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি। বৃহস্পতিবার সকালে ফেনী শহরতলীর কাজীবাগ ইকোপার্কে গাছের চারা রোপণের মধ্য দিয়ে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জমান। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা. সুমনী আক্তার, সহকারী কমিশনার নাসরিন সুলতানা, সদর উপজেলা রেঞ্জ কর্মকর্তা তপন কুমার দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জমান বলেন, বৈশ্বিক দুযোর্গ মোকাবিলায় গাছের কোনো বিকল্প নেই। তাই আমরা প্রত্যেকে যেন তিনটি বনজ, ফলজ ও ঔষধী গাছ লাগাই। এসময় তিনি আরো বলেন, আমরা গাছ লাগানোর ব্যাপারে শিক্ষার্থী ও শিশুদের উৎসাহিত করি। সবাই যদি গাছ লাগানোর ব্যাপারে আগ্রহী হয় তাহলে প্রধানমন্ত্রীর লক্ষ্য অর্জিত হবে।
বনবিভাগ সূত্রে জানা যায়, এ বছর মুজিববর্ষ উপলক্ষে জেলাজুড়ে ১ লাখ ২১ হাজার ৯৫০টি গাছের চারা রোপণ করা হবে।