সদর প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আর্থিক সহযোগীতায় পুলিশের গুলিতে নিহত ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি হারুন অর রশীদের মেয়ের বিয়ে সম্পন্ন হয়েছে।শুক্রবার ইউনিয়নের চরকালীদাস গ্রামে এই বিয়েতে অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান,নির্বাহী পরিষদ সদস্য সাবেক এম.পি নাজিম উদ্দিন আলম, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি ফেনীর কৃতি সন্তান রফিকুল আলম মজনু, সাবেক ছাত্র নেতা আনিছুর রহমান তালুকদার খোকনসহ কেন্দ্রীয় নেতারা।
কেন্দ্রীয় নেতারা তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী হারুনের মেয়ের বিয়েতে অংশ নিয়ে তা সম্পন্ন করে পরিবারের খোঁজ খবর নেন বলে জানান জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খোন্দকার। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বর ও কনের উজ্জ্বল ভবিষ্যত কামনা করে দোয়া করেন।