ফেনী
বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৫৮
, ৯ই শাবান, ১৪৪৭ হিজরি

ফেনী‌ পৌর মেয়র হাজী আলাউদ্দিন ক‌রোনায় আক্রান্ত গুজব,থানায় জিডি

ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন করোনা ভাইরাসে আক্রান্ত। এ সক্রান্ত এক‌টি গুজব অনলাইন ও সামা‌জিক যোগা‌যোগ মাধ্য‌মে ছ‌ড়ি‌য়ে প‌ড়ে‌ছে। মেয়র হাজী আলাউদ্দিন এই খবরটি ভূয়া ও উদ্দেশ্য প্রনোদিত ব‌লে তিনি জানান, ফেনী- ২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর নির্দেশে করোনা প্রতিরোধে পৌরসভার কাউ‌ন্সিলর‌দের নি‌য়ে নিরলসভাবে কাজ ক‌রে যা‌চ্ছি।এতে প্রতিহিংসার শিকার হয়ে আবু তা‌হের নামীয় এক‌টি আই‌ডি‌ থেকে “টাইমস অব ফেনীতে” মেয়র ক‌রোনায় আক্রান্ত হ‌য়ে হাসপাতা‌লে ভ‌র্তি। বর্তমা‌নে প্যা‌নেল মেয়র স্বপন মিয়াজী মেয়‌রের দা‌য়িত্ব পালন কর‌ছেন।

মেয়রের বিরুদ্ধে যারা গুজব‌ ছড়ি‌য়ে‌ছে তা‌দের বিরু‌দ্ধে ফেনী মড়েল থানায় একটি সাধারন ডায়েরী করা হয়।

এর আ‌গে একই নামীয় আই‌ডি থে‌কে ফেনীর একজন পু‌লিশ কর্মকর্তা ক‌রোনায় আক্রান্ত ব‌লে গুজব ছড়া‌নো  হ‌লে ওই ঘটনায় ২ জনকে গ্রেফতার হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!