শহর প্রতিনিধিঃ ফেনী জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আমজাদ হোসেন সুমন প্রকাশ কুল সুমনকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে সরকার দলীয় নেতাকর্মীরা। বুধবার সন্ধ্যায় শহরের পুলিশ কোয়ার্টার এলাকায় এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, ওই সময় শহরের পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকায় যুবদল নেতা সুমনকে পেয়ে ঘিরে ধরে পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পিটুর নেতৃত্বে ছাত্রলীগ- যুবলীগের নেতাকর্মীরা। এ সময় লাঠি-সোটা দিয়ে সুমনকে পিটিয়ে গুরুতর আহত করে পুলিশের নিকট সোপর্দ করে বলে যুবদলের নির্ভরযোগ্য সূত্র জানায়। এ ঘটনায় পুলিশ কোয়ার্টার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
দলীয় সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে দিয়ে সকলের কাছে গ্রহণযোগ্য, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করাসহ ৭ দফা দাবীতে বুধবার কেন্দ্রীয় কর্মসূচির আলোকে ফেনীতে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু সমাবেশকে কেন্দ্র করে শহরের ট্রাংক রোড ও শহীদ শহীদুল্লা কায়সার সড়কে সতর্ক অবস্থানে ছিলো পুলিশ। পাশাপাশি ছাত্রলীগ-যুবলীগের কঠোর অবস্থান ছিলো লক্ষ্মনীয়। ফলে দলীয় নেতাকর্মীদের একত্রিক করতে না পারায় জেলা বিএনপির পক্ষ থেকে ৭ দফা দাবী জানিয়ে বুধবার বেলা ১২টার দিকে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
তবে দলটির আরেকটি সূত্র জানায়, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখাসহ কার্যকরী প্রদক্ষেপ গ্রহণে কেন্দ্রীয় সংগঠন ফেনী জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কমিটি গঠন করে। কিন্তু এ সব কমিটির নেতারা ফেনী ছেড়ে ঢাকায় বসে থাকায় ফেনীতে কোন কর্মসূচি পালিত হচ্ছে না বলে ওই সূত্রের দাবী।
এ ব্যাপারে পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পিটু ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন খন্দকারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
ফেনী মডেল থনার ওসি আবুল কালাম আজাদ আটকের সত্যতা নিশ্চিত করেন।