শিক্ষার্থী নুসরাত জাহান রাফির হত্যার ঘটনায় গ্রেফতারকৃত সোনাগাজী পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মকছুদুল আলমকে তড়িঘড়ি করেই স্বীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করেছে দলটি।
শুক্রবার রাতে উপজেলা সভাপতি রুহুল আমিন ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মকছুদ পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠন বিরোধী কার্যক্রমে জড়িত থাকার দায়ে ও নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানি ও আগুন দিয়ে পুড়িয়ে হত্যা মামলায় এজাহার নামীয় আসামী হয়ে জেল-হাজতে থাকায় দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়। তদস্থলে ১নং যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল হক মানিককে সোনাগাজী পৌর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।