শহর প্রতিনিধিঃ ফেনীতে স্টারলাইন এক্সক্লুসিভ এসি বাসের উদ্বোধন করলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও স্টারলাইন গ্রুপের ব্র্যান্ড এ্যাম্বাসেডর হাবিবুল বাশার সুমন।মঙ্গলবার বিকালে শহরের এসএসকে সড়কের স্টারলাইন কমপ্লেক্সে এসি বাসের উদ্বোধন করেন তিনি।
এসময় জেলা প্রশাসক মনোজ কুমার রায়, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বিকম, পৌর মেয়র হাজী আলাউদ্দিন, প্যানেল মেয়র আশ্রাফুল আলম গিটার, নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফেনী রিপোর্টাস ইউনিটির সাবেক সভাপতি ওসমান হারুন মাহমুদ দুলাল, সাধারণ সম্পাদক শুকদেব নাথ তপন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, জেলা পরিষদের সদস্য মোসলেহ উদ্দিন হাজারী বাদল, কাউন্সিলর সাইফুর রহমান সাইফু, লুৎফুর রহমান খোকন হাজারী, শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, জুয়েলার্স সমিতির সভাপতি ইসমাঈল হোসেন খোকন, সাধারণ সম্পাদক কাজি আরিফ রুবেল, জেলা কোচ রিয়াজ উদ্দিন রবিন, স্টারলাইন গ্রুপের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন, পরিচালক জামাল উদ্দিন, আবু বকর সিদ্দিক, মাহমুদুল হক চৌধুরী মনির, মাঈন উদ্দিন, নুরুল আলম, সাইদুল হক মিন্টুসহ সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে ২১ শে এপ্রিল শনিবার রাজধানীতে বিজ্ঞাপনী সংস্থা ফ্রন্টলাইন কমিউনিকেশনস্ লিমিটেডের সিটি সেন্টারস্থ কার্যালয়ে স্টারলাইন গ্রুপের ব্র্যান্ড এ্যাম্বাসেডর হিসেবে সাবেক এ সফল অধিনায়ক চুক্তিপত্রে স্বাক্ষর করেন।



