সদর প্রতিনিধি: ফেনী শহরের মহিপালে ইয়াবা ব্যবসায়ী মো: সহিদুল ইসলাম শাহিন (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার দুপুরে আলমাস হোটেলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
সূত্র জানায়, ফেনী মডেল থানার এসআই আবদুল আলিমের নেতৃত্বে একদল পুলিশ মহিপাল আলমাস হোটেলের সামনে অভিযান চালিয়ে সহিদুল ইসলাম শাহিনকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ১শ ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সে পূর্ব বিজয়সিংহ এলাকার লুদ্দার পাড় সংলগ্ন আহসান উল্যাহ সিকদার বাড়ির আহসান উল্লাহ সিকদারের ছেলে।
ফেনী মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) মো: মাহবুবুর রহমান জানান, শাহীন পাঁচগাছিয়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আদালতে দুটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া একটি অপহরণ মামলা রয়েছে। সে দীর্ঘদিন যাবত নিজ বাড়ীতে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে।