ফেনী
বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:০৩
, ৯ই শাবান, ১৪৪৭ হিজরি

মহিপালে চাঁদাবাজির ঘটনায় যুবলীগ নেতার সহযোগী গ্রেফতার

মহিপালে ফুটপাতে হকারদের কাছ থেকে চাঁদা আদায় করার সময় রবিবার রাতে আবদুল গোফরান রাজিব নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সে যুবলীগ নেতা ফারুকের সহযোগী বলে জানা গেছে।শহর পুলিশ ফাঁডির ইনচার্জ সুদ্বীপ রায় জানান, প্রতিদিন ফ্লাইওভারসংলগ্ন ফুটপাতে বিভিন্ন দোকানীর কাছ থেকে নির্ধারিত পরিমাণ চাঁদার টাকা আদায় করে রাজিব। গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন রাতে ফ্লাইওভারের নিচে পুলিশ অবস্থান নেয়। চাঁদার টাকা নিয়ে রাজিবকে তৎসংলগ্ন বাগদাদ হোটেলের পাশের একটি অফিসে গেলে সেখান থেকে পুলিশ রাজিবকে আটক করে। রাজিব মহিপাল বড় বাড়ির বাসিন্দা খোকনের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজিব পুলিশকে জানায়, ওমর ফারুক সহ একটি চক্র চাঁদা আদায়ের সাথে জড়িত। কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ওই অফিসে নিয়ে মারধর করা হয়।চাঁদাবাজীর ঘটনায় রাজিব ও ফারুকের নাম উল্লেখ করে অজ্ঞাত নামাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্র জানায়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!