পূর্বের ধারাবাহিকতা অনুযায়ী ফেনী পৌরসভার ১৩নং ওয়ার্ড বাসির উদ্যোগে ৫দিনব্যাপী বৈশাখি মেলার আয়োজন করা হয়েছে। মহিপাল সরকারী মাঠে আয়োজিত মেলাটি পহেলা বৈশাখ থেকে শুরু হয়ে ৫ বৈশাখ পর্যন্ত চলবে।
এবারের মেলায় উপমহাদেশের বিখ্যাত ব্যান্ড তারকা, এশিয়ার জিম মরিসনখ্যাত, ভক্তদের গুরু নগর বাউল জেমস্ অংশ নিবেন বলে আয়োজক সূত্র জানায়। মেলার তৃতীয় দিন ১৬ এপ্রিল তিনি মনোমুগ্ধকর গান পরিবেশন করে দর্শকদের মাতিয়ে তুলবেন। মেলায় ও কনসার্টে সকলের প্রবেশাধিকার উন্মুক্ত থাকবে। এ উপলক্ষে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।