শহর প্রতিনিধি: ফেনীতে ৯ শ ৩০ বোতল ফেন্সিডিল ও একটি মিনি ট্রাকসহ মাদক ব্যবসায়ী মোঃ বিজয় (২০), মোঃ হারুন উর রশিদ (২৬) ও মোঃ রাজু আমজাদ (২১)কে আটক করেছে র্যাব-৭ ফেনী ক্যাম্পের সদস্যরা।সোমবার রাতে শহরের মহিপাল এলাকা থেকে তাদের আটক করা হয়।
সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহিপালস্থ মেসার্স রানা মোটরস এর সামনে অবস্থানকারী চট্টগ্রামগামী ১টি মিনি ট্রাকে তল্লাশী চালায় র্যাব । র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা দৌড়ে পালানো চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে তিনজনকে আটক করে।তাদের দেয়া তথ্য মতে মিনি ট্রাক (চট্ট-মেট্রো-ড-১১-০০৯৬) এর ভিতরে সুকৌশলে লুকানো অবস্থায় ৯৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে ট্রাকটি জব্দ করা হয় । উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য ৯ ল ৩০ হাজার টাকা বলে র্যাব জানান।
ফেনীস্থ র্যাব-৭’র অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম আটকের সত্যতা নিশ্চিত করেন।



