ফেনী
শুক্রবার, ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৩:০২
, ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:

আধুনিক সদর হাসপাতালে রোটারী ক্লাব অব ফেনী সিটির ব্রেস্ট ফিডিং রুমের উদ্বোধন

শহর প্রতিনিধি: ফেনী আধুনিক সদর হাসপাতালে রোটারী ক্লাব অব ফেনী সিটির পক্ষ থেকে ব্রেস্ট ফিডিং রুমের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে হাসপাতালের নতুন ভবনের নিচ তলায় স্থাপিত রুমটির ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিভিল সার্জন ডাক্তার হাসান শাহরিয়ার কবির।

37161422_1731847046898684_7259799442520276992_o

এ সময় রোটারী ডিস্ট্রিক গভর্নর নমিনী, ড. বেলাল উদ্দিন আহমেদ, পদ্মা জোনের কো-অর্ডিনেটর পিপি জালাল উদ্দিন বাবলু, ডেপুটি গভর্ণর পিপি মোস্তফা আজিজুল মুনির, এ্যাসিস্টেন্ট গভর্ণর পিপি একেএম সাইফুল ইসলাম মজুমদার সোহেল, ডিস্ট্রিক কো-চেয়ারম্যান সাইদুল মিল্লাত মুক্তা, হানিফ মজুমদার মিন্টু, রোটারী ক্লাব অব ফেনী সেন্ট্রালের সভাপতি ডা. কাজী মো.ইস্রাফিল,সেক্রেটারী ফখরুল ইসলাম পরান, রোটারী ক্লাব অব অপূর্বর আরসিসি সভাপতি মিয়া মোহাম্মদ করিমুল হক, রোটারী ক্লাব অব ফেনী অপরূপার আইপিপি ফারুক আহমেদ, রোটারী ক্লাব অব ফেনী সিটির সদ্য বিদায়ী সভাপতি ইঞ্জিনিয়ার জানে আলম ভূইয়া পারভেজ, ভাইস প্রেসিডেন্ট জহির উদ্দিন ভূইয়া, সেক্রেটারী আবু নাছির, রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী সিটির চার্টার সেক্রেটারী মাঈন উদ্দিন পাটোয়ারীসহ রোটারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!