প্রেস বিজ্ঞপ্তি: শনিবার সন্ধ্যায় রোটারি ক্লাব অব ফেনী অপরূপা’র ২০১৮ সালের সাধারন সভা ফেনী শহরস্থ টাইমপাস রেস্টুরেন্টে ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান এম. মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
নিয়মানুযায়ী সভায় উপস্থিত সদস্যদের প্রত্যক্ষ গোপন ভোটে আগামী ২০১৯-২০ রোটাবর্ষের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হন রোটারিয়ান গোলাম সরোয়ার কামরুল ও সেক্রেটারি নির্বাচিত হন রোটারিয়ান মহিউদ্দিন ভূঁইয়া। তাছাড়া ২০২০-২১ রোটাবর্ষের জন্য প্রেসিডেন্ট নমিনি নির্বাচিত হল রোটারিয়ান মোঃ আবুল কাসেম।
সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮২ সহকারী গভর্নর রোটারিয়ান পিপি একেএম সাইফুল ইসলাম মজুমদার, রোটারিয়ান পিপি শাফায়েত উল্লাহ, রোটারিয়ান পিপি ফজলুল হক বাবলু এবং নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন রোটারিয়ান পিপি ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম। সভা শেষে ক্লাব নেতৃবৃন্দ নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরন করে নেন।