ফেনী
বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৮:০৫
, ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনাম:

রোটার‌্যাক্ট ক্লাব ফেনী অপূর্ব’র কোরআন শরীফ বিতরণ

দাগনভুইয়া প্রতিনিধি: প্রতি বছরের ন্যায় এবারও রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী অপূর্ব সুবিধা বঞ্চিত ও এতিম ছাত্রদের মাঝে পবিত্র কোরআন শরীফ ও নূরানী শিক্ষা বিষয়ক বই বিতরণ করেছে।শুক্রবার জায়লস্করস্থ ভূঁইয়া বাড়ী তমিজিয়িা জামে মসজিদের সামনে এ কর্মসূচী পালন করা হয়।

রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী অপূর্ব’র সেক্রেটারী রো. আবদুল্লা সালাহউদ্দিনের সঞ্চালনায় প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন রোটারী ক্লাব অব ফেনী অপূর্ব’র ফাস্ট প্রেসিডেন্ট রোটা. সাইদুল মিল্লাত মুক্তা।

এসময় রোটার‌্যাক্ট ক্লাব ফেনী অপূর্ব’র চার্টার প্রেসিডেন্ট ও ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর রোটার‍্যাক্টর আরাফাত উল মিল্লাত দিপুল,রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী সিটির চার্টার প্রেসিডেন্ট রো.শহীদুল ইসলাম পাটোয়ারী, রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী সরকারী কলেজের প্রেসিডেন্ট রো. ওসমান গণি রাসেল, রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী অপরূপার প্রেসিডেন্ট রা. জামাল উদ্দিন সাবিদ, জোনাল সেক্রেটারি রো. সাহাব উদ্দিন ভূঁইয়া, রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী অপূর্ব’র রো. শরাফাত উল মিল্লাত ইপুল, রো. জাবেদ, রো. তুহিন, রো. রুবেল ও শাহীন উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!