ফেনী
শুক্রবার, ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৩:০২
, ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:

রোটার‌্যাক্টর দিপুলের সেরা ইন্টার ডিষ্ট্রিক্ট রিলেশানশীপ এ্যাওয়ার্ড লাভ

কথা ডেস্ক: রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী অপূর্ব’র চার্টার প্রেসিডেন্ট ও রোটার‌্যাক্ট ডিষ্ট্রিক্ট কো-অর্ডিনেটর আরাফাত উল মিল্লাত দিপুল সেরা ইন্টার ডিষ্ট্রিক্ট রিলেশানশীপ এ্যাওয়ার্ড লাভ করেছেন।

২০ জুলাই আন্তর্জাতিক সেবা সংগঠন রোটারী ইন্টারন্যাশনালের সহযোগী সংগঠন রোটার‌্যাক্ট জেলা ৩২৮১ বাংলাদেশ এর ডিআরআর মাসুম উল আলম ঢাকা আইইউবিএটি ইউনিভার্সিটি অডিটোরিয়ামে আয়োজিত ডিষ্ট্রিক্ট এ্যাওয়ার্ড অনুষ্ঠান “অস্কার-২০১৮”তে আনুষ্টানিক ভাবে এ পদক তুলে দেন।

ফেনী অঞ্চল থেকে সর্বপ্রথম দিপুল মিল্লাত এ পদক পান। বাংলাদেশে রোটারী ইন্টারন্যাশনালের দুটি জেলা ৩২৮১ ও ৩২৮২ এর মধ্যে সর্বোচ্ছ বন্ধুত্ব স্থাপনের জন্য এ পদক দেয়া হয়।এ পদক অর্জন করায় তাকে অভিনন্দন জানিয়েছেন পদ্মা জোনের সাবেক এসিস্ট্যান্ট গভর্ণর রোটা.সিপি আবদুল আউয়াল সবুজ, রোটারী ক্লাব অব ফেনী অপূর্ব’র প্রাক্তন সভাপতি রোটা.সাইদুল মিল্লাত মুক্তা, সদ্য প্রাক্তন সভাপতি হানিফ মজুমদার মিন্টু,প্রেসিডেন্ট মিঞা মোহাম্মদ করিমুল হক, আর.সি.সি মহিম উদ্দিন পৃথিবী, রোটার‌্যাক্ট ডিষ্ট্রিক্ট অর্গানাইজেশন ৩২৮২ এর সদ্য প্রাক্তন ডিআরআর জিয়া উদ্দিন হায়দার শাকিল, ডিআরআর নাফিজুল আলম, এডিশনাল ডিষ্ট্রিক্ট কো-অর্ডিনেটর রো. মাখজাম হায়দার মিরাজ, রিজিওনাল প্রতিনিধি খন্দকার তৌহিদুল ইসলাম রানা,জোনাল প্রতিনিধি শফিউল আলম ভূঁইয়া অপু, রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী সিটির চার্টার প্রেসিডেন্ট মু. শহীদুল ইসলাম পাটোয়ারী, রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী অপূর্ব’র সভাপতি রো. মৌতারিন আলম জেনীসহ অন্যান্য রোটারী,রোটার‌্যাক্ট ও ইন্টার‌্যাক্ট ক্লাবের নেতৃবৃন্দ।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!