ফেনী
শুক্রবার, ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ২:২১
, ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:

লেমুয়ায় বেপরোয়া বাস কেড়ে নিল ছয় প্রাণ,জেলা প্রশাসকের আর্থিক সহযোগীতা

সদর প্রতিনিধি:ফেনীতে একটি বেপরোয়া বাসের চাপায় সিএনজি অটোরিক্সার ছয় যাত্রী নিহত হয়েছেন।এ ঘটনায় গুরুতর আহত দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার বিকাল সাড়ে পাঁচটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের লেমুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফেনী পৌরসভার ১৫নং ওয়ার্ড মধুপুর এলাকার আবদুল জব্বারের ছেলে সিএনজি চালক রুহুল আমিন, যাত্রী শাহাদাত হোসেন, বেলাল হোসেন, নাসির উদ্দিন, সালমা আক্তার, নাসিমা আক্তার।নিহত যাত্রীরা নবাবপুর ইউনিয়নের রঘুুুনাথপুর এলাকার বাসিন্দা।আহত দুজনের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের একটি বাস লেমুয়া এলাকায় অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। ছয়জনকে সদরের ফেনী আধুনিক হাসপাতালে নেয়া হলে সেখানে আরও চারজনের মৃত্যু হয়।
ফেনী আধুনিক সদর হাসপাতালের আরএমও জানান, ছয়জনের মধ্যে চারজন মারা গেছেন। আহত দুইজনের অবস্থা গুরুতর। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মহিপাল হাইওয়ে পুলিশের ওসি আব্দুল আওয়াল এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও সহকারীরা পালিয়ে গেছেন।
এদিকে হতাহতদের দেখতে ছুটে যান জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান ও ফেনী-৩ আসনের আওয়ামীলীগের এমপি প্রার্থী জহির উদ্দিন মাহমুদ লিপটন।তারা আধুনিক সদর হাসপাতালে গিয়ে হতাহতদের খোঁজখবর নেন।

download
এ সময় নিহতদের দাফন-কাফন ও আহতদের চিকিৎসার্থে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত প্রত্যেকের পরিবারকে ১০ হাজার টাকা করে ও আহত প্রত্যেকের জন্য ৫ হাজার টাকা করে দেন জেলা প্রশাসক।এসময় সিভিল সার্জনের পক্ষ থেকেও আহত দু’জনের জন্য পাঁচ হাজার করে ১০ হাজার টাকা দেয়া হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!