ফেনী
শুক্রবার, ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ২:৫৪
, ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:

রোটারী ক্লাব অব ফেনী সিটির কলার হস্তান্তর

শহর প্রতিনিধি: রোটারী ক্লাব অব ফেনী সিটির কলার হস্তান্তর মঙ্গলবার রাতে শহরের একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। রোটারী ক্লাব অব ফেনী সিটি সভাপতি রোটারীয়ান মনোয়ার হোসেন সেন্টুর সভাপতিত্বে ও সদ্য বিদায়ী সভাপতি রোটারীয়ান ইঞ্জিনিয়ার জানে আলম ভূঞার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোটারী পদ্মা জোনের কো-অর্ডিনেটর পিপি জালাল উদ্দিন বাবলু, এ্যাসিস্টেন্ট গভর্ণর পিপি একেএম সাইফুল ইসলাম সোহেল, ডেপুটি গভর্ণর পিপি মোস্তফা আজিজুল মুনির, এ্যাসিস্টেন্ট গভর্ণর পিপি মমিনুল হক চৌধুরী, রোটারী ক্লাব অব ফেনী সেন্ট্রাল এর সভাপতি রোটারিয়ান ডা. কাজী মো. ইস্রাফিল, রোটারী ক্লাব অব ফেনী অপরূপা’র সভাপতি রোটারিয়ান এম. মামুনুর রশিদ, রোটারী ক্লাব অব ফেনী অপূর্ব’র সভাপতি রোটারিয়ান মিয়া মোহাম্মদ করিমুল হক, রোটারী ক্লাব অব ফেনী সিটির সভাপতি ইলেক্ট ফিরোজ উদ্দিন আহাম্মেদ, সেক্রেটারী আবু নাছির।

এ সময় রোটারী ক্লাব অব ফেনী সেন্ট্রালের সেক্রেটারী ফখরুল ইসলাম পরান, অপরূপার সেক্রেটারী ফজলুল হক, রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী সিটির চার্টার সভাপতি শহীদ পাটোয়ারী, চার্টার সেক্রেটারী মাঈন উদ্দিন পাটোয়ারীসহ রোটারী ও বিভিন্ন রোটার‌্যাক্ট ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!