ফেনী
বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১১:১৭
, ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনাম:

সিরাজের চিকিৎসায় এসোসিয়েশন অব ফেনী-দোহা কাতারের অনুদান

সদর প্রতিনিধি: ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বিরলী গ্রামের সিরাজুল ইসলামের পায়ের চিকিৎসায় ৫০ হাজার টাকা নগদ অর্থ সহায়তা দিয়েছে এসোসিয়েশন অব ফেনী-দোহা, কাতার। এ উপলক্ষে শুক্রবার বিকালে বিরলী বাজারে এক অনু্ষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় জনপ্রতিনিধি খায়েজ আহাম্মদের সভাপতিত্বে ও সংগঠনের সমন্বয়ক আমিনুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন লক্ষীয়ারা আল হেরা একাডেমীর অধ্যক্ষ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন ঢাকাস্থ ফেনী সমিতির সহ ক্রীড়া সম্পাদক রাসেদুল ইসলাম রাসেল, ফেনী সমাচারের নির্বাহী সম্পাদক মো: আমজাদুর রহমান রুবেল ও এসোসিয়েশন অব ফেনী-দোহা,কাতারের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন। এতে বক্তব্য রাখেন সিরাজের চিকিৎসা সহায়তা ইভেন্টের হোস্ট লিও কাজী মোহাম্মদ উল্যাহ,কো হোস্ট ফয়েজ উদ্দিন। এসময় ইভেন্টের কো-হোস্ট মো: আরমান মিয়াসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এতে সার্বিক সহায়তা করেন এসোসিয়েশন অব ফেনী-দোহা,কাতারের সদস্য আবুল হোসেন আজাদ ও মোতালেব হোসেন ভূঞা। খোকন। প্রসঙ্গ;এসোসিয়েশন অব ফেনী-দোহা,কাতার ফেনীস্থ প্রবাসীদের একটি সেচ্চা প্রনোদিত সেচ্চাসেবী সংগঠন। তারা তাদের অর্জিত আয়ের একটি অংশ আত্মমানবতার সেবায় ব্যয় করে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!