ফেনী
বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৫
, ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনাম:

ছাত্রলীগ নেতা সুমন ভৌমিকের সহযোগীতায় রিক্সা পেল অসহায় মতিন

স্টাফ রিপোর্টার: ফেনী জেলা পরিষদের উদ্যোগে আবদুল মতিন নামের এক অসহায় ব্যক্তিকে রিকসা প্রদান করা হয়। মঙ্গলবার সকালে জেলা প্ররিষদের কম্পাউন্ডে তাকে এই রিকসা তুলে দেন জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহাম্মদ চৌধুরী। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন জাহান, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সুমন চন্দ্র ভৌমিকসহ পরিষদের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। মতিন দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের আবদুল মমিনের ছেলে।

প্রসঙ্গত, মতিন বিশ্বকাপ ফুটবল খেলা চলাকালে প্রিয় দলের পতাকা লাগাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দুই হাত হারিয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছিলো। বিষয়টি কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সুমন চন্দ্র ভৌমিকের নজরে এলে তিনি ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহমেদ চৌধুরীর নিকট মতিনের বিষয়টি তুলে ধরেন। ফলে জেলা পরিষদ চেয়ারম্যান মানবতার কল্যাণে সাড়া দিয়ে অসহায় মতিনের পাশে দাঁড়িয়ে তার জীবিকা নির্বাহের জন্য জেলা পরিষদের তহবিল হতে একটি রিকসা প্রদান করেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!