ফেনী
শনিবার, ২৫শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১:১০
, ২রা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:

স্কিলোপেডিয়া আইসিটি একাডেমিক কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ

শহর প্রতিনিধি: ফেনীতে স্কিলোপেডিয়া আইটি কেয়ার সেন্টারের এসএসসি-দাখিল ও এইচএসসি-আলিম আইসিটি ব্যাচের মডেল টেস্ট পরীক্ষার সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে শহরের ডাক্তার পাড়াস্থ স্কিলোপেডিয়া মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী সরকারী কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন মিলন। বিশেষ অতিথি ছিলেন স্টার লাইন গ্রুপের পরিচালক ও দৈনিক স্টার লাইনের নির্বাহী সম্পাদক মো. মাঈন উদ্দিন।

47579626_298935234065609_6304936046916272128_n
স্কিলোপেডিয়া আইটি সেন্টারের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারীর সঞ্চালনায় এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন কৃতি শিক্ষার্থী মো. কাওছার উদ্দিন মাহমুদ ও ফাতেমা তুত তাবাচ্ছুম মিম। এ সময় প্রতিষ্ঠানটির ডিরেক্টর আজিজ আল ফয়সালসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

48166624_356423831782717_8019510489245548544_n

পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও সনদ বিতরণ করেন অতিথিবৃন্দ।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!