ফেনী
বুধবার, ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৩৮
, ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মহাসচিবকে ধরেও গ্রেফতার এড়াতে পারলেন না ছাত্রদল নেতা

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধরেও গ্রেফতার এড়াতে পারলেন না ছাত্রদল উত্তরের সভাপতি মিজানুর রহমান রাজ। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রেসক্লাবের দলটির অবস্থান কর্মসূচিতে এ ঘটনা ঘটে। পুলিশ তাকে আটক করেছে।

কর্মসূচি চলাকালে বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেনের বক্তব্য শেষ হওয়ার পর মিজানুর রহমানকে প্রথম দফায় ধরার জন্য চেষ্টা করে পুলিশ। এ সময় তাকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করেন বিএনপির নেতা-কর্মীরা। পরে প্রেসক্লাবের সামনে অবস্থানরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব সদস্য একযোগে তাকে ধরার চেষ্টা চালান। এ সময় মিজানুর রহমান জড়িয়ে ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। কিন্তু তাতেও রেহাই পাওয়া যায়নি। পুলিশ তাকে ধরে নিয়ে যান।

ট্যাগ :

আরও পড়ুন


Logo