জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. সফিকুর রহমান বলেছেন, জাতীয় নির্বাচনের আগে অবশ্যই স্থানীয় নির্বাচন আয়োজন করতে হবে।এছাড়া পরবর্তী নির্বাচনগুলোও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আয়োজনের ব্যবস্থা করতে হবে।
শনিবার বিকালে ফেনী শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত রুকন সম্মেলনে এসব কথা বলেন তিনি।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ ডা. আবদুল্লাহ মো. তাহের এবং সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম ও মোহাম্মদ শাহজাহান।
ফেনী জেলা জামায়াতের আমির মুফতি মাওলানা আবদুল হান্নানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আবদুর রহিমের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন ফেনী- ২ আসনে জামায়াতের প্রার্থী কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী, ফেনী- ১ আসনের প্রার্থী কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য অ্যাড. এস এম কামাল উদ্দিন ও ফেনী- ৩ আসনের প্রার্থী ঢাকা মহানগর উত্তরের সহ-সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক প্রমুখ।
পরে জেলা জামায়াত আয়োজিত সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।