ফেনী
বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৯:৫০
, ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনাম:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট

কথা ডেস্কঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে বৃহস্পতিবার প্রায় ২৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ঈদে ঘরমুখো যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় দাউদকান্দির মেঘনা-গোমতি সেতুর টোলপ্লাজা থেকে পুটিয়া পর্যন্ত তিনদিন ধরেই যানজট লেগেই আছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজটও বাড়ছে।

বুধবার (১৫ আগস্ট) রাতে ধীরগতি থাকলেও ভোর থেকে আবারো দীর্ঘ হয় গাড়ির সারি। ২৫ কিলোমিটার এলাকাজুড়ে কোথাও তীব্র আবার কোথাও ধীরে ধীরে চলছে যানবাহন। ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকায় দুর্ভোগ চরমে পৌঁছেছে যাত্রী ও চালকদের। যানজট নিরসনে কাজ করছে হাইওয়ে পুলিশ।

যানজটে আটকে থাকা কয়েকজন চালক জানান, দাউদকান্দির রাজারহাট এলাকায় এসে তারা একটানা তিন ঘণ্টা যানজটে আটকে আছেন। এলোমেলো গাড়ি চলাচল ও পণ্যবাহী ট্রাকের ধীরগতির কারণে জ্যামের মাত্রা বেড়েছে। মূলত কাঁচপুর ও মেঘনায় সেতু নির্মাণ করা হচ্ছে। পুরাতন সেতুর ওপর গাড়ির চলাচলও ধীরগতি রয়েছে। এছাড়া ঢাকা-চট্টগ্রাম ফোর লেন সড়কের যানবাহনের গতি ডাবল লেনের মেঘনা গোমতী ব্রিজে গিয়ে থেমে যাচ্ছে।

কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মহিদুল ইসলাম বলেন, ঢাকামুখী দাউদকান্দি টোল প্লাজা থেকে কুমিল্লা অংশের ১০ থেকে ১২ কিলোমিটার জ্যাম রয়েছে। দাউদকান্দি টোল প্লাজায় ৮টি বুথ রয়েছে কিন্তু ব্রিজে গাড়ি উঠতে পারছে একটি। এখানে একটি জটলার সৃষ্টি হয়েছে। পাশাপাশি কোনো গাড়ি রাস্তায় নষ্ট হলে তা সরাতে বেশ সময় লাগে। এছাড়া ঈদে তিন দিন মালবাহী যানবাহন চলাচল বন্ধ থাকবে। এসব বাড়তি গাড়িরও চাপ রয়েছে। যাত্রীদের নিরাপত্তায় হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, মোবাইল টিম, পেট্রোল টিম কাজ করে যাচ্ছে।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) নুরুল ইসলাম জানান, ট্রাফিক সপ্তাহে মামলার ভয়ে ফিটনেসবিহীন গাড়িগুলো সড়কে নামানো হয়নি। তাছাড়া মহাসড়কে কোরবানির গরুবোঝাই গাড়ির চাপও বেড়েছে। ফলে সড়কে এ যানজট লেগেছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!