ঢাকা অফিস-ফেনীর সরকার দলীয় সংসদ সদস্য নিজাম হাজারির নির্যাতন থেকে রক্ষা পেতে প্রধানমন্ত্রীর নিকট আবেদন জানিয়েছেন ফেনী জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন।
সোমবার সুপ্রিম কোর্টের ল’রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ আবেদন জানান তিনি। যিনি নিজাম হাজারীর সংসদ সদস্য পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেছিলেন।
সাখাওয়াত হোসেন লিখিত বক্তব্যে বলেন, ‘আমি নিজাম হাজারির মতো হাইব্রিড আওয়ামী লীগার নই। আমি ও আমার পরিবার জন্মগতভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। অথচ ফেনীর জনপ্রিয় আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যাকারী এমপি নিজাম হাজারি এখন আমাকেও বিভিন্ন সভা সমাবেশে একই পরিনতী ভোগ করতে হবে বলে হুমকি দিয়ে আসছে’।
সাখাওয়াত বলেন, ‘বিষয়টি নিয়ে সাধারণ ডায়েরি করতে গেলে স্থানীয় প্রশাসন তা গ্রহণ রা করে তাদের অসহায়ত্বের কথা জানিয়েছে। আমি বর্তমানে নিরপত্তা হীনতার কারণে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে ঢাকায় অবস্থান করছি। তাই আমার ও আমার পরিবারের নিরাপত্তার জন্য প্রধানমন্ত্রীর নিকট আবেদন জানাচ্ছি’।