ফেনী
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ২:৫০
, ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সোনাগাজীতে এনসিপির সমন্বয় কমিটি ঘোষণা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সোনাগাজী উপজেলা
সমন্বয় কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর যৌথ স্বাক্ষরে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আবদুল্লাহ আল মামুন। যুগ্ম সমন্বয়কারী করা হয়েছে মোশাররফ হোসেন, গিয়াস উদ্দিন এবং আবদুল্লাহ আল নোমানকে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন,ওমর ফারুক, জিয়া উদ্দিন বাবলু, আবুল হাসনাত তারেক, মাইন উদ্দিন, আলা উদ্দিন, ছালা উদ্দিন, হাফেজ হোসাইন উজ্জ্বল, আবদুল্লাহ আল মামুন, হাফেজ নুর নবী, ইসমাঈল হোসাইন, মো. রাসেল, ইঞ্জিনিয়ার আলা উদ্দিন, মো. নেয়ামত উল্লাহ, মো. আবু সাঈদ, সাকিবুল ইসলাম এবং জহিরুল ইসলাম।

আগামী তিন মাস বা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন না হওয়া পর্যন্ত এই কমিটি দলীয় কার্যক্রম পরিচালনা করবে।

প্রধান সমন্বয়কারী মো. আবদুল্লাহ আল মামুন বলেন, আমাদের দেশে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন হয়েছে, মানুষ তাদের মত প্রকাশের অধিকার ফিরে পেয়েছে।আমরা চাই, কেউ যেন আর জনগণের ভোটাধিকার, স্বাধীনতা ও মানবাধিকার হরণ করতে না পারে। জাতীয় নাগরিক পার্টি সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। জনগণের অধিকার আদায় এবং সুস্থ রাজনৈতিক ধারার বিকাশে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। সোনাগাজীতে সংগঠনকে শক্তিশালী ও কার্যকর করতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। ইনশাআল্লাহ, আগামী দিনে এনসিপিকে উপজেলায় একটি জনপ্রিয় ও গ্রহণযোগ্য রাজনৈতিক শক্তিতে পরিণত করব।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!