ফেনী
বুধবার, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১:২০
, ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

নোয়াখালীতে করোনায় একজনের মৃত্যু

নোয়াখালীতে করোনাভাইরাসে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম আবু বকর সিদ্দিক (৬৫)। সোমবার রাতে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৫২ জনের মৃত্যু হয়েছে। নোয়াখালী সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার মঙ্গলবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, নোয়াখালীর কবিরহাট উপজেলার পূর্ব ফতেহপুর গ্রামের বাসিন্দা আবু বকর সিদ্দিক করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গত ২১ জুন কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়ে যান। ২৩ জুন পরীক্ষার ফলাফলে তার করোনাভাইরাস পজেটিভ আসে। এরপর তিনি বাড়িতে থেকেই চিকিৎসা নেন। গত ৪ জুলাই শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১২টার দিকে তিনি মারা যান।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!