কথা ডেস্কঃ পঞ্চগড়পঞ্চগড়ে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৯জন নিহত হয়েছেন। শুক্রবার রাত সোয়া ৮টার দিকে তেতুলিয়া মহাসড়কের দশমাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পঞ্চগড় সদর থানার ওসি আক্কাস আলী এই তথ্য নিশ্চিত করেন।
ওসি জানান, পঞ্চগড় থেকে তেতুলিয়াগামী বাসের সঙ্গে তেতুলিয়া থেকে পঞ্চগড়গামী ট্রাকের সংঘর্ষ হয়। ট্রাকটিতে বিদ্যুতের খুঁটি ছিল। ঘটনাস্থলে ৬জন ও সদর হাসপাতালে নেওয়ার পথে আরও ৩ জন মারা যান।