ফেনী
বুধবার, ৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ২:২৭
, ১১ই সফর, ১৪৪৭ হিজরি

পরশুরামে দুই সিএনজি অটোরিক্সা চোর গ্রেফতার

পরশুরাম প্রতিনিধি-পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের সত্যনগর গ্রামে শনিবার গভীর রাতে বাড়ী থেকে সিএনজি চালিত সিএনজি অটোরিক্সা চুরি করতে গিয়ে সাদ্দাম হোসেন ও কালা মিয়া নামের দুই চোরকে আটক করে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। এসময় তাদের কাছ থেকে তালা ও গ্রিল কাটার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
সূত্র জানায়, সত্যনগর গ্রামের কাজল মিয়ার ছেলে শহিদ এর সিএনজি চুরির উদ্যেশ্যে রাত ১২ টার দিকে ওই বাড়ীতে ঢুকে কুকুরের আক্রমনে ব্যার্থ হয়ে ফিরে যায়। রাত ১ টার দিকে আবারও ওই বাড়ীতে ঢুকে সিএনজি চুরি করার চেষ্টা করলে বাড়ীর লোকজন চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে গেলে চোররা পালিয়ে যাবার চেষ্টা করেন। এইপর্যায়ে গ্রামবাসী চারদিক থেকে ঘিরে তাদের আটক করে গণধোলাই দেয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. নুরুজ্জামান ভুট্টো পরশুরাম মডেল থানার পুলিশকে খবর দিলে এসআই সফিকুল ইসলাম দুই চোরকে উদ্বার করে থানায় নিয়ে যায়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!