ফুলগাজী প্রতিনিধি : ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের জগতপুর গ্রামে শুক্রবার দুপুরে বজ্রপাতে তাহামিনা পারভিন রাকা (১২) নামের এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো তিনজন।
এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্র জানায়, দুপুরে ঝড়-বৃষ্টির সময় আম কুঁড়াতে ঘর থেকে বের হওয়ার সময় বজ্রপাতে জ্ঞান হারিয়ে ফেলে তাহমিনা পারভিন রাকা। পরিবারের লোকজন তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে মৃত ঘোষনা করা হয়। নিহত তাহমিনা জগতপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী। ওই এলাকার মো: আবুল বাশারের মেয়ে। সে ৫ ভাই ও তিন বোনের মধ্যে সবার ছোট।
স্থানীয় ইউপি সদস্য কামরুল ইসলাম বজ্রপাতে স্কুল ছাত্রী নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
অপরদিকে একই সময় উত্তর শ্রীপুর গ্রামের মো: ইসমাইল হোসেন (৩০), মো: কামাল হোসেন (২৫) ও আন্জু (৪০) আহত হয়। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যায়।