ফেনী
শুক্রবার, ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৯
, ২৭শে রমজান, ১৪৪৬ হিজরি
শিরোনাম:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট গৃহযুদ্ধের ষড়যন্ত্রের অভিযোগে শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা সমৃদ্ধ এশিয়া গড়তে সুস্পষ্ট রোডম্যাপ তৈরির আহ্বান ড. ইউনূসের ফেনীতে গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ বাংলাদেশকে করিডোর দিতে জাতিসংঘ মহাসচিবের আহবান বৃহত্তর নোয়াখালী সোসাইটি উত্তরা’র দোয়া ও ইফতার মাহফিল ইয়াং স্টার ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল ফরহাদ নগর ইউনিয়ন বিএনপির দোয়া ও ইফতার মাহফিল ফসলি জমির মাটিকাটা রোধে গভীর রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান,এস্কেভেটর-ট্রাক জব্দ বালিগাঁওয়ে প্রতিপক্ষের বাধায় থমকে গেল ব্যবসায়ীর গৃহ নির্মাণ,হামলার অভিযোগ

ফেনীতে নাশকতা রোধে যুবলীগ-ছাত্রলীগের সতর্ক অবস্থান অব্যাহত

 

বিশেষ প্রতিনিধি-বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে ফেনীতে সতর্ক অবস্থানে রয়েছে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।বৃহস্পতিবারের ন্যায় শুক্রবার সকাল থেকে শহর ও ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনী অংশের ২৮টি স্থানে এ অবস্থান বসিয়েছে দলটি।এটি আগামিকাল শনিবারও অব্যাহত থাকবে বলে দলীয় সুত্র নিশ্চিত করেছে।

27654469_10208662296035278_6086635086790027246_n

সুত্র জানায়,সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে সারাদেশের ন্যায় তার নিজ জেলা ফেনীতেও আতংক ছড়িয়ে পড়ে।কিন্ত বৃহস্পতিবার দুপুরে আদালত খালেদা জিয়াকে ৫ বছরের কারাদন্ড দিলে আইনশৃংখলা বাহিনী ও যুবলীগ-ছাত্রলীগের কঠোর অবস্থানের কারণে মাঠে নামেনি বিএনপি।তবে ছাত্রদলের সভাপতি নঈম উল্লাহ চৌধুরী বরাতের নেতৃত্বে বিকাল ৩ টায় শহরের বড় বাজারে বিক্ষোভ মিছিল বের করে। সন্ধ্যায় রামপুর লাতুমিয়া ব্রিকফিল্ড সংলগ্ন মহাসড়কে টায়ারে আগুন ও গাছের গুটি পেলে অবরোধের চেষ্টা করে ছাত্রদল কর্মীরা।যদিও পুলিশ বিষয়টি অস্বীকার করেছে।

27541123_1613445448742545_6995038551797255521_n

জানা যায়,ফেনীতে নাশকতা রোধে নিজাম উদ্দিন হাজারী এমপির নির্দেশে বৃহস্পতিবারের ন্যায় শুক্রবার সকাল থেকে শহরের কুমিল্লা বাসস্ট্যান্ড,একাডেমী,ট্রাংক রোড,দাউদপোলসহ শহর ও মহাসড়কের মহিপাল, লালপুল, শুভপুর, লেমুয়া, মুহুরীগঞ্জ,ধুমঘাট, ফতেহপুর, মোহম্মদ আলী বাজার, দেবীপুর, ছাড়িপুর বিসিক নগরী ও গোবিন্দপুরসহ প্রায় ২৮টি স্থানে অবস্থান নেয় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।এছাড়া দলটির নেতাকর্মীরা ফেনীর রেলপথ অংশেও পাহারায় ছিল।এটি আগামিকাল শনিবারও অব্যাহত থাকবে বলে দলীয় সুত্র নিশ্চিত করেছে।

জেলা ছাত্রলীগের সভাপতি সালাহ উদ্দিন ফিরোজ বলেন,পূর্বের ন্যায় ‘খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করেও ফেনীতে বিএনপি-জামায়াতের নাশকতার চেষ্টা রোধে এ সতর্ক অবস্থান পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

27848110_1971722809758195_665436427_n

জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহমান বিকম বলেন,ফেনী খালেদা জিয়ার নিজ জেলা হওয়াতে এ রায়কে ঘিরে বিএনপি-জামায়াত নাশকতা করতে পারে এমন আশঙ্কা থেকে যে কোন ধরনের অপ্রতিকর ঘটনা রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সহয়তা দিতে তাদের নেতাকর্মী্রা এ অবস্থান নিয়েছে বলে তিনি দাবি করেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!