ফেনী
বুধবার, ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:১৪
, ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ফেনীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন প্রতিষ্ঠানের জরিমানা

শহর প্রতিনিধি-ফেনীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন প্রতিষ্ঠা্নের  ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর শ্যামল চন্দ্র বসাক ।

জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় শহরের মিজান রোডের গ্র্যান্ড হক টাওয়ার ও শান্তি কোম্পানী রোডে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় ব্যবসায়িক ডিলিং লাইসেন্স না থাকায় গ্র্যান্ড হক টাওয়ারের ফ্যাশান ওয়ার্ল্ডের মালিক মো: ওমর ফারুক হিমেলের ২ হাজার টাকা, শান্তি কোম্পানী রোডের মেসার্স ব্রাদার্স স্টীল কর্পোরেশনের মালিক মো: আবদুর রহমান খোন্দকারের ২ হাজার টাকা এবং মেসার্স মাদানী ট্রেডার্সের মালিক মো: ইসমাইলের ২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত । এসময় জেলা মার্কেটিং অফিসার এমদাদ উল্লাহ, আইসিটি শাখার বিভাষ চন্দ্র বৈদ্য উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo